আট বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট (International Cricket) থেকে অবসর নিয়েছিলেন। এখনও বহু মানুষের কাছে অনুপ্রেরণা সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। মোস্ট অ্যাডমায়ার্ড ম্যান-এই তালিকায় ভারতীয় সেলিব্রিটিদের মধ্যে অনেকটাই এগিয়ে সচিন।
অনলাইন মার্কেট রিসার্চ ও ডেটা অ্য়ানালিসিজ সংস্থা YOUGov একটি সমীক্ষা করে। ক্রীড়া ব্যক্তিত্বদের তালিকায় লিওনেল মেসি (Lionel Messi) ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) পরই তিন নম্বরে আছেন সচিন তেন্ডুলকর।
সামগ্রিক তালিকায় বলিউড তারকা শাহরুখ খান, অমিতাভ বচ্চন, ভারত অধিনায়ক বিরাট কোহলি ও প্রাক্তন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পিছনে ফেলে দিয়েছেন সচিন। তালিকায় ১৮ নম্বরে আছেন বিরাট কোহলি (Virat Kohli)।
৩৮টি দেশ ও অঞ্চলের ভিত্তিতে ৪২ হাজার ব্যক্তিত্বকে নিয়ে এই সমীক্ষা করা হয়েছিল।