জঙ্গল ছেড়ে খাওয়ারের লোভে লোকালয়ে ঢুকে পড়েছিল দুটি পূর্ণ বয়ষ্ক হাতি(Elephant)। অবশেষে রবিবার রাতে টানা সাত ঘন্টা ড্রাইভিং চালিয়ে বুনো হাতি দুটিকে অক্ষত অবস্থায় জলপাইগুড়ি(Jalpaiguri) শহর থেকে বৈকন্ঠপুর জঙ্গলে ফিরিয়ে দিতে সক্ষম হল বন দফতর।
হাতি দেখতে আসা উৎসুক জনতার ভিড় সামাল দিতে প্রশাসনকে জারি করতে হয় ১৪৪ ধারা। শনিবার ভোর তিনটে নাগাদ দুটি হাতি এশিয়ান হাইওয়ে পেরিয়ে প্রবেশ করে শহরের রাজবাড়ি পাড়ায়। ততক্ষণে চাউর হয়ে গিয়েছে হাতির খবর।
হাতি দুটিকে ড্রাইভ করে করলা নদী পার করিয়ে জাতীয় সড়কে তোলা হয়। জাতীয় সড়কে হাতি উঠেছে এই খবর ছড়িয়ে পড়তে রাত ৮ টা থেকে মানুষের ঢল নামে এলাকায়। পরিস্থিতি সামাল দিতে জাতীয় সড়কে যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ। মাইকিং করে বন্ধ করে দেওয়া হয় দোকানপাট, সরিয়ে দেওয়া হয় জাতীয় সড়কের ওপর দাড়িয়ে থাকা মানুষদের।
এইভাবে দীর্ঘক্ষন ড্রাইভিং চালাবার পর প্রায় রাত বারোটা নাগাদ হাতি দুটিকে ৩১ নং জাতীয় সড়ক পার করিয়ে পাঠিয়ে দেওয়া হয় বৈকন্ঠপুর জঙ্গলে।