ভিকি-ক্যাটরিনার(Vicky-Katrina) বিয়ে নিয়ে বলিউডে নানা জল্পনা । এই বিষয়ে বর কনে প্রকাশ্যে কিছু বলেননি ঠিকই । তবে বিয়ের সম্ভাব্য তারিখ, বিয়ের স্থান থেকে নিমন্ত্রিতের তালিকা সবটাই তৈরি । কিন্তু নেটিজেনদের বড় অংশের প্রশ্ন, ক্যাটরিনা কি তাঁর বিয়েতে সলমন খানকে(Salman Khan) নিমন্ত্রণ করেছেন ? এ প্রসঙ্গে এবার মুখ খুললেন সলমনের বোন অর্পিতা খান(Arpita Khan) ।
এক সময় সলমন খানের সঙ্গে ক্যাটরিনার প্রেম নিয়ে জল্পনা ছিল বলিউড মহলে । সেক্ষেত্রে প্রাক্তন প্রেমিকার বিয়েতে সলমন উপস্থিত থাকবেন কি না বা তাঁকে ও তাঁর পরিবারকে নিমন্ত্রণ করা হয়েছে কি না, তা নিয়ে রীতিমতো কৌতূহল রয়েছে সব মহলে । কিন্তু শোনা যাচ্ছে, বিয়েতে খান পরিবারের কাউকেই নাকি নিমন্ত্রণ করেননি ক্যাটরিনা । সম্প্রতি, এক সংবাদমাধ্যমে এমনটাই দাবি করেছেন অর্পিতা খান ।
আরও পড়ুন, Vicky-Katrina: বিয়ের আসর বসছে কোথায়? কেমন শাড়ি পরবেন কনে? জানুন ভিকি-ক্যাটের বিয়ের সাতকাহন
এক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, খান পরিবারের ঘনিষ্ঠ এক ব্যক্তি জানান, খান পরিবারে কোনও আমন্ত্রণ পত্র পাঠানো হয়নি । ক্যাটরিনা বা তাঁর পরিবারের তরফ থেকে আলভিরা বা অর্পিতার কাছে কোনও নিমন্ত্রণ পত্র আসেনি । ফলে ওরা ক্যাটরিনার বিয়েতে যাচ্ছে, এ খবর একেবারেই ভুল ।
দীপাবলিতেই পরিচালক কবির খান এবং স্ত্রী মিনি মাথুরের বাড়িতে ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাগদান সারেন ভিকি-ক্যাট । বিয়ের সম্ভাব্য তারিখ ৯ ডিসেম্বর । ৭ এবং ৮ তারিখে সংগীত এবং মেহেন্দির অনুষ্ঠান। বছরের সবচেয়ে বেশি আলোচ্য বিয়েটা চলবে তিন দিন ধরে ।