আফগানিস্থানে তালিবানি শাসন কায়েম নিয়ে হইচই পড়েছে নেট দুনিয়াতেও। ১৭ অগস্ট তালিবান ও হিন্দুত্ব প্রসঙ্গে একটি টুইট করেছিলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। সেই টুইতের প্রেক্ষিতেই এবার তাঁর বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ তুললেন কলকাতার এক কলেজ ছাত্র। বৃহস্পতিবার রাজ চৌধুরী নামের ওই যুবক কলকাতা পুলিশের সাইবার সেলে স্বরার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পার্ক সার্কাসের বাসিন্দা রাজ কলকাতারই একটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। কলকাতা পুলিশের সাইবার সেলের ডিসি-র কাছে তিনি স্বরার বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন।
প্রসঙ্গত, স্বরা লিখেছিলেন, ‘আমরা তালিবানি সন্ত্রাস নিয়ে আতঙ্কিত হব, হিন্দুত্ববাদী সন্ত্রাস নিয়ে মাথা ঘামাব না— এই মানসিকতাও যেমন ভুল, তেমনই তালিবানি সন্ত্রাসের কথা শুনে নিশ্চিন্তে বসে থাকব আর হিন্দুত্ববাদী সন্ত্রাস নিয়ে ক্ষোভ প্রকাশ করব— এটাও ভুল। শাসক এবং শোষিতের পরিচয়ের উপরে যেন আমাদের মানবিকতা এবং মূল্যবোধ নির্ভর না করে।’
তার পর থেকেই টুইটারে ট্রেন্ড করছিল হ্যাশট্যাগ ‘অ্যারেস্ট স্বরা ভাস্কর’ নামের একটি প্রচার।