করোনা পরিস্থিতির জেরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২১ স্থগিত হওয়ায় চাপে রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর্থিক ক্ষতির মুখে পড়েছে বিসিসিআই। যদিও আইপিএল স্থগিত হওয়াকে টিম ইন্ডিয়ার জন্য আশীর্বাদ বলে মনে করছেন নিউজিল্যান্ডের ক্রিকেটার রস টেলর। তাঁর মতে, আইপিএল স্থগিত হওয়ায় ওয়ার্ল্ড টেস্ট চাম্পিয়নশিপ ফাইনালের আগে অনেকটা সময় পেয়ে যাবে টিম ইন্ডিয়া। টুর্নামেন্ট চললে প্রস্তুতির জন্য তাঁরা এতটা সময় পেতেন না।
এই মুহূর্তে ব্রিটেনে রয়েছেন কিউইরা। ওয়ার্ল্ড টেস্ট চাম্পিয়নশিপ ফাইনালে নামার আগে ইংল্যান্ডের বিরুদ্ধে দুটো টেস্ট ম্যাচ নিউজিল্যান্ডের পক্ষে ভালো হবে বলে মনে করেন টেলর। তবে ভারতের বিরুদ্ধে ম্যাচকে হালকাভাবে নিতে নারাজ তিনি। তাঁর মতে, দীর্ঘদিন ধরে এক নম্বরে রয়েছে ভারতীয় টিম। এছাড়া ইংল্যান্ডের মাটিতে একাধিক সাফল্য পেয়েছে তারা।