অবশেষে সব জল্পনার অবসান। বার্সেলোনার ম্যানেজার হতে চলেছেন প্রাক্তন তারকা ফুটবলার জাভি। কাতারের আল-সাদ ক্লাবের কোচ হিসাবে কাজ করছেন জাভি। আল সাদ জানিয়ে দিয়েছে, প্রাক্তন স্প্যানিশ ফুটবলার তাঁর দায়িত্ব ছাড়ছেন। তিনি বার্সেলোনার ম্যানেজারের দায়িত্ব নেবেন।
বার্সেলোনার সোনার প্রজন্মের অন্যতম তারকা জাভি। তিনি কাটালান ক্লাবটির ঘরের ছেলে। মেসি, জাভি, ইনিয়েস্তা, পিকেরা একসঙ্গে ফুল ফুটিয়েছেন মাঠে। এখন বেশ টালমাটাল অবস্থা বার্সার। মাঠে এবং মাঠের বাইরে সমস্যায় কাটালান ক্লাবটি। হাল ফেরাতে জাভিকে ম্যানেজারের দায়িত্ব দেওয়া হল।