শ্যুটিংয়ে স্বপ্নভঙ্গ হলেও ২০২১ সালের টোকিও অলিম্পিকে (Tokyo Olympics) ভারত মোট সাতটি পদক জিতেছে। অলিম্পিকের ইতিহাসে এটাই ভারতের সর্বশ্রেষ্ঠ পারফরম্যান্স।
অপ্রতিরোধ্য মীরাবাঈ চানু
২০১৬ অলিম্পিকের ব্যর্থতা মুছে ফেলে টোকিও অলিম্পিকে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেলেন ভারোত্তলক মীরাবাঈ চানু (Mirabai Chanu)। মোট ২২০ কেজি ওজন তুললেন তিনি। জিতে নিলেন রূপো। তাঁর হাত ধরেই এল ভারতের প্রথম পদক।
ভারতের মেয়েদের গলফকে বিশ্বের দরবারে পৌঁছে দিলেন অদিতি অশোক
২৩ বছরের মেয়েটিকে কেউ কোনও গুরুত্ব দেননি। কিন্তু বিশ্ব ক্রমতালিকায় ২০০ নম্বরে থাকা অদিতি অশোক গোটা বিশ্বকে দেখালেন, ভারতীয় মেয়েরাও গলফ খেলতে পারে। এক চুলের জন্য পদক হারিয়ে চতুর্থ হলেন তিনি
অলিম্পিকে এসেই রুপো জিতলেন রবি কুমার দাহিয়া
বজরং পুনিয়াকে সোনা জয়ের দাবিদার মনে করা হচ্ছিল, কিন্তু তিনি ব্রোঞ্জ জেতার পর এগোতে পারেনি। দেশবাসীকে গর্বিত করলেন রবি কুমার দাহিয়া। ৫৭ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে রূপো জিতলেন তিনি৷ পঞ্চম ভারতীয় কুস্তিগীর হিসাবে পা রাখলেন অলিম্পিক পোডিয়ামে।
পিভি সিন্ধু পেলেন দ্বিতীয় অলিম্পিক পদক
তাঁর (PV Sindhu) কাছে আশা ছিল আরও বেশি৷ তবে টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জেতার সঙ্গে সঙ্গে প্রথম ভারতীয় মহিলা হিসাবে জোড়া অলিম্পিক মেডেল পেলেন পিভি সিন্ধু। এর আগে রিওতে তিনি রূপো জিতেছিলেন।
হকিতে দুর্দান্ত প্রত্যাবর্তন, আশাতীত সাফল্য
টোকিও অলিম্পিকের সবচেয়ে বড় প্রাপ্তি ভারতীয় হকির(Indian Hockey) পুর্নজাগরণ। ৪১ বছর পর অলিম্পিকে মেডেল জিতল ভারতীয় পুরুষ হকি দল। দারুণ লড়েও একটুর জন্য ব্রোঞ্জ পেলেন না ভারতের মেয়েরা।
নীরজ চোপড়ার ঐতিহাসিক সোনা
জ্যাভলিন ছুঁড়ে নীরজ চোপড়া (Neeraj Chopra) কেবল সোনা জেতেননি, স্বাধীন ভারতের প্রথম ট্র্যাক অ্যান্ড ফিল্ড অলিম্পিক পদক এনে দিয়েছেন। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকার সুযোগ পেয়ে গর্বিত গোটা দেশ।