ভবানীপুর বিধানসভা উপনির্বাচনে (Bhawanipur Bypoll) এবার ছোঁয়া লাগল শ্রীলঙ্কান গায়িকা ইওহানির (Yohani)। মানিকে মাগে হিতের সুর (Manike Mage Hithe in Bengali) বাংলা ভাষায় উঠে এল। আর সেখানে এল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) জীবনের গল্প। গানের নাম মমতাময়ী মা, মা-মাটি-মানুষ হিতে (Maa Mati Manush Hite)। ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন। বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল (Priyanka Tibrewal) প্রচারে ঝড় তুলেছেন। এরই মধ্যে মানিকে মাগে হিতের সুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এই গানটি গেয়েছেন মেদিনীপুরের এক বাবা ও মেয়ে, রাজেশ চক্রবর্তী ও অপরাজিতা। এই গান উপনির্বাচনের প্রচারে বাড়তি উন্মাদনা এনে দেবে।
কয়েকদিন আগে গানটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয় মমতাময়ী মা (Mamatamayi Maa)। তারপরই নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে তা। গোটা গানে মমতা বন্দ্য়োপাধ্যায়ের রাজনৈতিক লড়াইকে তুলে ধরা হয়েছে। দুয়ারে সরকার, কন্যাশ্রী, যুবশ্রীর মতো সরকারি প্রকল্পকে দেখানো হয়েছে। এলাকায় সমাজসেবী হিসেবে পরিচিত রাজেশ চক্রবর্তী। গানটির কথা ও ব়্যাপ করেছেন সৌরভ। গেয়েছেন অপরাজিতা ও মণীষা।
বাবা ও মেয়ে তাঁদের এই গানটি বিধানসভা উপনির্বাচনের আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎসর্গ করেছেন।