ভারতের টিকাকরণ কর্মসূচিতে আরও এক নয়া অগ্রগতি। অক্টোবরেই আসতে চলেছে জাইডাস ক্যাডিলার তৈরি বিশ্বের প্রথম ডিএনটি টিকা জাইকভ ডি।
টিকার দাম ১৯০০ টাকা করা হয়েছে। দাম যাতে আরও কমানো যায় সেবিষয়েও নির্মানকারী সংস্থার সঙ্গে কথা বলছে সরকার। ১২ থেকে ১৮ বছরের মধ্যে প্রথম এই টিকার প্রয়োগ করা হবে। তিনটি ডোজ নিতে হবে। প্রথম ডোজ নেওয়ার ২৮ দিন পর দ্বিতীয় ডোজ ও ৫৬দিন পর তৃতীয় ডোজ নিতে হবে।
গত মাসেই ভারতের তৈরি বিশ্বের প্রথম ডিএনএ টিকাকে করোনাভাইরাসের টিকা হিসেবে অনুমোদন দিয়েছে নিয়ামক সংস্থা ডিসিজিএ। জাইডাস ক্যাডিলার তৈরি ওই টিকার বিশেষত্ব হল, নিডিল ফ্রি ভ্যাকসিন, করোনাভাইরাসের জিনগত বস্তুকে ব্যবহার করেই তার প্রতিরোধ করে। ভাইরাসের ওই জিনগত উপাদান এমন কিছু প্রোটিন তৈরি করে যাতে মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা সাড়া দেয়।